× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ দুপুরে বঙ্গভবনে বড়দিনের অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট

২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ এএম

ছবিঃ সংগৃহীত।

আজ ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষ্যে দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের জন্য এক অভ্যর্থনার আয়োজন করবেন।

গতকাল (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় বঙ্গভবনের দরবার হলে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। দিবসটি উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপ্রধানের শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। রাষ্ট্রপতি ভবনে প্রায় ৫০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাষ্ট্রপতির স্ত্রী . রেবেকা সুলতানা, অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন, বিশপ বেজয় নাইসেফরাস ডি' ক্রুজ, সংশ্লিষ্ট সচিবগন, বিভিন্ন বিদেশী মিশনের রাষ্ট্রদূত প্রতিনিধিবৃন্দ, খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ধর্মীয় নেতারা অনুষ্ঠানে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রপতি আজ (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে গণমাধ্যমে খ্রিস্টান সম্প্রদায়ের  উদ্দেশ্যে ভাষণ দেবেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতির কেক কাটা ফটো সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে বঙ্গভবনে ঐতিহ্যবাহী নাস্তা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.