গত ১১ ডিসেম্বর লাহোরের আলীম উদ্দিন ফেসবুকে প্রেমের সূত্রে খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম জনপদে এসে গত ১৯ ডিসেম্বর খাগড়াছড়ি কোর্টে প্রেমিকাকে বিয়ে করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা দারুণ শোরগোলের সৃষ্টি করেছে।
পাকিস্তানের লাহোর থেকে বাংলাদেশ আসা তরুণের নাম আলীম উদ্দিন (২৮)। তার বাবার নাম জেমিল উদ্দিন।
আলীম উদ্দিন বলেন, আট মাস আগে ফেসবুকে পরিচয় হয় তাহমিনা আক্তার বৃষ্টির (২১) সঙ্গে। গত ১১ ডিসেম্বর পাকিস্তান হতে বাংলাদেশে এসেছেন তাহমিনার সঙ্গে দেখা করতে।
তাহমিনা আক্তার খাগড়াছড়ি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তরপাড়ার আবুল হোসেনের মেয়ে।
আলীম উদ্দিন গত ১৯ ডিসেম্বর খাগড়াছড়ি কোর্টে তাহমিনাকে বিয়ে করেন। তাহমিনার পরিবার বিষয়টি জানতে পারলে ২২ ডিসেম্বর পুনরায় পারিবারিকভাবে বিয়ে দেয়।
তাহমিনার বাবা আবুল হোসেন জানান, বর্তমানে মেয়ের জামাই তাদের বাড়িতেই অবস্থান করছেন। মেয়ের পাসপোর্ট-ভিসা প্রসেসিং শেষ হলে মেয়েকে নিয়ে নিজ দেশ পাকিস্তানে ফিরবেন মেয়ের জামাই।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল আলম তৌফিক গণমাধ্যমকে বলেন, পাকিস্তান থেকে একটি ছেলে মাটিরাঙ্গার বেলছড়ি এসেছেন এমন খবর শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।