× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট

যানচলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির তিন দফা নির্দেশনা

ডেস্ক রিপোর্ট।

২২ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল (২৩ ডিসেম্বর) বিকেল ২টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট। বিসিবি আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে নগরীর  ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তিন দফা নির্দেশনা দিয়েছে।

আজ (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো.সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়।

জারিকৃত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৩ ডিসেম্বর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর-১০ গোল চত্বর এলাকায় চলাচলকারী যানবাহনসমূহকে দুপুর টা হতে রাত ১০ টা পর্যন্ত নিম্নবর্ণিত নির্দেশনাবলি অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনা গুলো হল-

.মিরপুর- হতে মিরপুর-১০, ১১, ১২ ১৪ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবেন।

. মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন এলাকা অতিক্রমকারী যানবাহনসমূহ অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবেন।

.আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর- মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে আগারগাঁও হতে বামে মোড় নিয়ে শ্যামলী শিশু মেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহার করবেন।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.