× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুক্তিযুদ্ধের মত জুলাই অভ্যুত্থান নিয়েও যেন দলীয়করণ না হয়- নাহিদ

ডেস্ক রিপোর্ট

২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ এএম । আপডেটঃ ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ এএম

ছবিঃ সংগৃহীত।

জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা সব শ্রেণি-পেশার ঊর্ধ্বে গিয়ে মানুষ ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, যেভাবে মুক্তিযুদ্ধ নিয়ে দলীয়করণ হয়েছে জুলাই অভ্যুত্থান যেন কোনো দলীয়করণের শিকার না হয়।

গতকাল (২০ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৭তম বাংলাদেশআন্তর্জাতিক স্বল্প স্বাধীন চলচ্চিত্র উৎসব-২০২৪ এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে অভ্যুত্থান নিয়ে অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলেও, মানুষের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। তাই ২০২৪ সালে গণঅভ্যুত্থান হয়েছে।

ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক ফ্যাসিবাদী শক্তি নির্মূল করা গেলেও সমাজে এখনও অনেক ফ্যাসিবাদী প্রবণতা এবং ফ্যাসিবাদের ওপর ভিত্তি করে শাসন কাঠামো রয়েছে। অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে।

উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুন, সিটি ব্যাংকের কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি . জহিরুল ইসলাম উৎসব কমিটির পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানি।

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনেবাংলাদেশ আন্তর্জাতিক স্বল্প স্বাধীন চলচ্চিত্র উৎসবজুলাই-আগস্ট আন্দোলনে সকল শহীদ শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে। এবারের উৎসবে ১০০টি দেশের ২৭৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। ২০ ডিসেম্বর থেকে এই অনুষ্ঠান চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.