× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ড. ইউনূসই পৃথিবীর একমাত্র নেতা যার এত যোগ্যতা- হোসে রামোস

ডেস্ক রিপোর্ট

১৫ ডিসেম্বর ২০২৪, ২০:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা গতকাল (১৪ ডিসেম্বর) রাতে প্রথমবারের মত ঢাকাসফরে এসেছেন। তিনি ড. ইউনূসের প্রশংসা করে মন্তব্য করেছেন, ড. মুহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা, যিনি এত সম্মানিত এবং যার এমন শক্তশালী একাডেমিক সব যোগ্যতা রয়েছে।

আজ (১৫ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এদিন হোসে রামোস বলেন, ড. মুহাম্মদ ইউনূসের মতো ব্যক্তির রাষ্ট্র পরিচালনায় আসা বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের।

বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পূর্ব তিমুরে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে রামোস বলেন, আগামীতে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনীতিক বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী।

গতকাল (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চার দিনের সফরে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ . মুহাম্মদ ইউনূস। সময় বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়।

এছাড়াও আজ (১৫ ডিসেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কূটনৈতিক সরকারি বা অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতিসহ দুই বিষয়ে পূর্ব তিমুরের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। দুই দেশের সরকারের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ চক্র (বিসিএম) প্রতিষ্ঠার জন্যও সমঝোতা সই হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন, ১৪-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন হোসে রামোস হোর্তা। তার সফরে অফিসিয়াল কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি হবে। ছাড়া তার সফরকালে ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনস্যুলেট খোলার বিষয়ে ঘোষণা আসবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.