× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফের পুলিশের ওপর তাহেরী ভক্তদের হামলা

ডেস্ক রিপোর্ট

১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

আলোচিত-সমালোচিত এবং বিতর্কিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরীর ভক্তরা আবারও পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুর করেছে। গতকাল (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়।

আজ (১৫ ডিসেম্বর) সকালে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তাহেরীর ভক্তরা পুলিশের তিনটি গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এদিকে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী একটি বিল দিয়ে পালিয়ে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পান।

এ বিষয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানিয়েছেন, অনুমতীব্যাতীত গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মাহফিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তাকে প্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তাহেরী। পরে সেই বাড়ির পেছনের এক বিল দিয়ে তাহেরী পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে গত শুক্রবার (১৩ ডিসেম্বর) আখাউড়ায় অনুমতি ছাড়াই গিয়াস উদ্দিন আত তাহেরীর এক মাহফিলের আয়োজন করলে সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বলে। এতে ক্ষুদ্ধ হয়ে মুফতি তাহেরীর ভক্ত ও অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে এক এসআইয়ের মাথা ফাটিয়ে গুরুতর জখম করে। মাহফিল থেকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও ওঠে। এসব ঘটনার জেরে পুলিশ বাদী হয়ে মুফতি তাহেরী সহ ১৫ জনের নামে মামলা করেছে।   

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.