সম্প্রতি
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ফেসবুকে ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
করতে মেটাকে আহবান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ (৮ ডিসেম্বর)
মেটার পরিচালক (মানবাধিকার নীতি) মিরান্ডা সিসন্সের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা
এ আহ্বান জানান।
তিনি এসময়
বলেছেন, জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের অর্জনকে কালিমালিপ্ত করতে
বেশকিছু দেশ বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক হারে অপপ্রচার চালাচ্ছে। যার ভুক্তভোগী হতে
হচ্ছে আমাদের।
এদিন প্রধান
উপদেষ্টা তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিকে আরও সহজ করার আহবান জানিয়ে বলেন, ফেসবুকের
কারণে এখন প্রচুর সম্ভাবনার দুয়ার খোলা। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ফেসবুককে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার
করা যেতে পারে। দেশের তরুণ জনগোষ্ঠীর স্বার্থে বাংলাদেশ সরকার ফেসবুকের সঙ্গে যুক্ত
থাকবে।
সাক্ষাৎকালে,
মেটা পরিচালক সিসন্স বলেছেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে কেউ যেন বিভ্রান্তি
এবং অপপ্রচার না চালাতে পারে সেজন্য তারা সবসময় সতর্ক পদক্ষেপ গ্রহণ করেন।
এই বৈঠকে
আরও উপস্থিত ছিলেন, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী
লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব-২ সজীব এম খায়রুল ইসলাম, বাংলাদেশ
ও নেপালে মেটার পাবলিক পলিসি প্রধান রুজান সারোয়ার, মেটার অ্যাসোসিয়েট জেনারেল কাউন্সেল
নয়নতারা নারায়ণ, মেটার এশিয়া-প্যাসিফিকের মিসইনফর্মেশন প্রধান অ্যালিস বুদিশাত্রিজো.