× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগামী বছরই দেখবেন রাজনৈতিক সরকার- পরিকল্পনা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (৭ ডিসেম্বর) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগামী বছরই দেশে রাজনৈতিক সরকার দেখা যাবে।

এদিন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশে বর্তমানে বড় একটি দুশ্চিন্তার বিষয় হল অর্থনৈতিক ও আয় বৈষম্য। যা দূরীকরণে প্রয়োজন মানসম্পন্ন শিক্ষা কিন্তু এই মান্সম্পন্ন শিক্ষা থেকে বাংলাদেশনেক দূরে রয়েছে।

তিনি আরও বলেছেন, উন্নত বিশ্বের দেশগুলো থেকে আমরা যেসব সুযোগ-সুবিধা পাচ্ছি সেগুলো অব্যাহত রাখতে আমরা পর্যালোচনা করছি। এ বিষয়ে আলোচনা এখনো চলমান রয়েছে। বেশিরভাগ দেশই আমাদের ইতিবাচক সাড়া দিয়েছে।

একই অনুষ্ঠানে বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল বলেন, মধ্যম আয়ের ফাঁদ থেকে বাংলাদেশকে বের করতে হলে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দিতে হবে। পাশাপাশি উদ্যোক্তা তৈরি ও প্রযুক্তির ব্যবহার জেনো বাড়ানো যায় সেদিকে বিশেষ নজর দেয়ারও তাগিদ দেন তিনি।

বিশ্বব্যাংকের মতে এ কাজে এগোতে প্রথমেই দরকার মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ সম্প্রসারণ। বিদেশি বিনিয়োগ আকর্ষণে চাই দিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ। বিশ্বব্যাংকের মুখ্য এই অর্থনীতিবিদ  সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়ানোর আহ্বান জানান।

ইন্দরমিত এস গিল নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজানোর পরামর্শ দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.