× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার: কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হাফিজুর

শাহাদাত হোসেন, নোয়াখালী (কােম্পানীগঞ্জ) প্রতিনিধি।

০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জকে রক্ষা ও দ্রুত মুছাপুর ক্লোজার পুনঃনির্মাণ, এবং নদী ভাঙন রোধে দ্রুত কার্যক্রম শুরু হবে বলেছেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক হাফিজুর রহমান। আজ (৫ ডিসেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক হাফিজুর রহমান।

তিনি আরও বলেন, ধানী জমি সুরক্ষার উদ্যোগ নেওয়া হবে এবং ভবিষ্যতে বন্যা-দুর্গতদের দুর্দশা না হয় সে লক্ষ্যে কাজ চলছে এবং প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিদের সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে। সমস্যাগুলো মানুষের দৃষ্টিকোণ থেকে দেখে সমাধানে এগিয়ে আসতে হবে। সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক হাফিজুর রহমান জানান, ভাঙন ও লোনাপানি ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্থানীয়দের মতামত নিয়ে তা বাস্তবায়ন করা হবে। আজ জনগণ যেসব পরামর্শ দিলেন তা বিবেচনা করা হবে। মুছাপুর রেগুলেটরটি কেন এত দ্রুত ভেঙে পড়লো, তা তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

কোম্পানিগঞ্জের মুছাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রেগুলেটর ও জনতার বাজারের ভাঙন এলাকা কাজের অগ্রগতি, এবং পরিদর্শনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক হাফিজুর রহমান। ।

এসময় সহ-সমন্বয়ক হাফিজকে গণমাধ্যম কর্মীরা মুছাপুর ক্লােজার নির্মাণ করা এবং নদী ভাঙ্গন রােধে প্রকল্প নিয়ে প্রশ্ন করেন,তিনি বলেন আমার বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় আমরা সরকারের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান সঙ্গে নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.