× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্রিটিশ হাইকমিশনারের কাছে পাচার হওয়া টাকা ফেরত চাইলেন মাহফুজ

ডেস্ক রিপোর্ট

০৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

সম্প্রতি যুক্তরাজ্যে শেখ হাসিনা ও তার পরিবারের বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। নিজ দেশের টাকা পাচার করে বিদেশে এ সম্পত্তির পাহাড় গড়েছেন তিনি। শুধু যুক্তরাজ্যেই নয় বিগত সরকারের আমলে বিদেশে টাকা পাচার করে দেশের অর্থনীতি ভঙ্গুর করে দিয়ে গেছেন সরকারী নেতা-কর্মীরা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সেই পাচার হওয়া টাকা ফেওরত আনতে ও দেশের অর্থনীতির চাকা সচল করতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন।

আজ (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করতে এলে মাহফুজ আলম এ সহায়তা চান।

মাহফুজ বলেন, আমাদের দেশ থেকে পাচার হওয়া টাকা আপনার দেশে চলে গেছে। আমাদের অর্থনীতিতে গতি ফেরানোর জন্য আমরা সেই অর্থ ফেরত চাই।

এ বৈঠকে উপদেষ্টা মাহফুজ, পাচার হওয়া টাকার বিষয় বাদেও জাতীয় ঐক্যমত সৃষ্টিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবের আর্দশ ছিল মর্যাদাপূর্ণ। বহু বছর ধরে বাংলাদেশের জনগণের মর্যাদা ছিল না। সুতরাং এই বিপ্লবের সঙ্গে তাদের আবেগ জড়িত। এই দেশের জনগণ সমতা এবং ন্যায়বিচারের জন্য লড়াই করেছে।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে বলে উল্লেখ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.