× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট

০৪ ডিসেম্বর ২০২৪, ১৪:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

সারাবিশ্ব রাজনৈতিক ও কৌশলগতভাবে কঠিন সময় পার করছে। বাংলাদেশও এর বাইরে নয়। তাই অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশবাসীকে আরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.  মুহাম্মদ ইউনূস।

আজ ( ডিসেম্বর) ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৪ এর কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষ কথা বলেন তিনি।

এদিন সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৪ এ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

দেশের প্রতিটি সংকটময় মুহূর্ত থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অগ্রগামী ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ তাদের সশস্ত্র বাহিনীর কার্যকলাপের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম আর্জন করেছে।

বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৪ ৯৫ জন কোর্স মেম্বার অংশ নেন। যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৬ জন, বেসামরিক প্রশাসনের ১৬ জন এবং ১৮ টি বন্ধুপ্রতীম দেশসমূহের ৩৩ সদস্য।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.