× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে ধরা ৩ জন!

রাজশাহী ব্যুরো।

২৮ নভেম্বর ২০২৪, ২০:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত

গত ২৭ নভেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী জেলার কনস্টেবল নিয়োগ-২০২৪ এর লিখিত পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে পরীক্ষার্থীসহ ৩ জনকে গ্রেফতার করেছে রাজশাহীর ডিবি পুলিশ। বিষয়টি আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ডিবি কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

অভিযুক্তরা হলো মোঃ সুমন মিয়া (২৪), মোঃ রাকিব (১৯) ও মোঃ তৌফিকুর রহমান (৩৫)। এর মধ্যে মোঃ সুমন মিয়া কুমিল্লা জেলার বুড়িচং থানার পশ্চিমসিংহ গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে, মোঃ রাকিব রাজশাহী জেলার বাগমারা থানার বাঙ্গালপাড়ার মো: আজাদ আলীর ছেলে এবং মো: তৌফিকুর রহমান রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন বাকির মোড়ের আব্দুল কুদ্দুসের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহীর পুলিশ লাইন্সে শহিদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজে পুলিশ কনস্টেবল নিয়োগ-২০২৪-এর লিখিত পরীক্ষায় মো: রাকিব মূল পরীক্ষার্থী হিসেবে উপস্থিত না হয়ে তার পরিবর্তে মো: সুমন মিয়া অংশগ্রহণ করে। 
দায়িত্বরত কক্ষপরিক্ষকের সন্দেহ হলে বিষয়টি তিনি ফ্লোর ইনচার্জের নজরে আনেন। পরবর্তীতে মোঃ সুমন মিয়াকে রাজশাহীর ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ডিবি পুলিশের ইনচার্জ মো: রুহুল আমিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে পড়াশুনা শেষ করে টাকার বিনিময়ে মোঃ সুমন মিয়া প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে অন্যকে চাকরি পাইয়ে দেয়। অভিযুক্ত মোঃ সুমন মিয়ার তথ্যমতে রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন পুলিশ লাইন্সের দক্ষিণ গেট সংলগ্ন এলাকা হতে প্রকৃত পরীক্ষার্থী মোঃ রাকিব এবং প্রতারক মো: তৌফিকুর রহমানকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এসময় রাকিবের দেহ তল্লাশি করে অভিযুক্ত প্রক্সি পরিক্ষার্থী সুমনের ৩ টি মোবাইল উদ্ধার করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানায় একটি মামলা রুজু হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.