× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-পদ্মাসেতুগামী রেল চলাচল

ডেস্ক রিপোর্ট

২২ নভেম্বর ২০২৪, ২০:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকার জুরাইনে আজ (২২ নভেম্বর) ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে ঢাকা-পদ্মাসেতুগামী রেল চলাচল প্রায় পাঁচ ঘন্টা বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় এই রুটে রেল যোগাযোগ সচল হয়।

আজ (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বিক্ষোভের ওই লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকা থেকে পুনরায় ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, অটোরিকশা চালকরা রেললাইনে অবস্থান নিলে আমাদের পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চল নারায়ণগঞ্জমুখী সব ট্রেন বন্ধ রাখতে হয়। পরে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার তথ্য পেলে বিকেল ৩টা ৫০ মিনিটে কমলাপুর থেকে প্রথম ট্রেন ছেড়ে যায়।

এদিন জুরাইনে সড়ক ও রেললাইনে অবস্থান নেওয়া ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। রিকশাচালকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে টিয়ারশেল ছোড়ে পুলিশ।

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে শুক্রবার তৃতীয় দিনের মতো চালকরা রাস্তায় নামেন।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে পুলিশ রিকশাচালকদের সড়ক ছেড়ে দিতে বললে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে রিকশাচালকরা বিক্ষিপ্তভাবে ওই এলাকায় অবস্থান করেন। একপর্যায়ে তারা সরে গেলে সড়কে যান চলাচল ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.