ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধে ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ডেস্ক রিপোর্ট
২২ নভেম্বর ২০২৪, ১৫:৪৩ পিএম
ছবিঃ সংগৃহীত।
আজও রাজধানীর
বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকদের আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল মহাখালীতে
রেললাইন অবরোধ করার পর আজ (২২ নভেম্বর) জুরাইন
রেলগেট অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। বেলা ১১টা থেকে ঢাকা-পদ্মা
সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।
আজ (২২ নভেম্বর)
সকাল থেকে জুরাইন এলাকায় পুলিশ-অটোরিকশা চালকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্যামপুর
থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমুন নাহার বলেন, ব্যাটারিচালিত রিকশা চালকরা
জুরাইন এলাকায় রেললাইন দখল করে অবরোধ কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা
উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক
রয়েছে।