আজ (২১ নভেম্বর)
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে
যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়া। এস অময় তাঁর
সঙ্গে কুশল বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন তরুণ উপদেষ্টা- ক্রীড়া, স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডাক, টেলিযোগাযোগ
ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং উপদেষ্টা মাহফুজ আলম।
সেনাকুঞ্জে
খালেদা জিয়া পৌঁছালে উপস্থিত সবাই তাকে স্বাগত জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ও
সরকারের উপদেষ্টা তার পাশে এসে দাঁড়ান এবং শারীরিক খোঁজখবর নেন। এ সময় খালেদা
জিয়া তাদের অভিনন্দন জানান এবং দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।
এ
সময় এই ৩ উপদেষ্টা
বিএনপি চেয়ারপারসনের কাছে দোয়া চান এবং সরকারের সংস্কার কাজে তার সর্বাত্মক সহযোগিতা চান।