আজ (২১ নভেম্বর)
ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে যাত্রী ও ট্রেনের নিরাপত্তা বিবেচনায় সকাল
১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। অবশেষে প্রায় সোয়া ৬ ঘণ্টা পর ঢাকা থেকে দেশের বিভিন্ন
গন্তব্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিকেল ৪টা ১০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। একই সঙ্গে
বিভিন্ন স্টেশনে আটকে থাকা ঢাকামুখী ট্রেনগুলোও আসতে শুরু করেছে।
ঢাকা
রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন আজ (২১ নভেম্বর) বিকেলে
গণমাধ্যমকে ট্রেন
ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি
জানান, বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা
থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিলম্বে থাকা জামালপুর এক্সপ্রেস ট্রেন প্রথম ছেড়ে যায়। এছাড়া বিলম্ব হয়েছে একতা, কিশোরগঞ্জ, জয়ন্তীকা ও অগ্নিবীণা এক্সপ্রেসের।
সেগুলো এখন একে একে ছাড়া হবে।
এর আগে সকালে
তিনি জানান, অটোরিকশা চালকরা রেললাইনের ওপর অবরোধ করে আন্দোলন করছেন। ফলে নিরাপত্তার
স্বার্থে সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। সকাল ১০টার পরে কোনো ট্রেন ঢাকা স্টেশন
থেকে ছেড়ে যায়নি এবং আসেওনি। ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে।