ছবিঃ সংগৃহীত।
আজ (২০ নভেম্বর) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের একটি বাসে সিটি কলেজের শিক্ষার্থীরা ভাংচুর চালিয়েছেন এমন অভিযোগে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে লিপ্ত হন। বিকেল সোয়া তিনটা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়া পরবর্তীতে অনেকদুর গড়িয়েছে।
এ সময় নিউমার্কেট থেকে মিরপুর রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর মধ্য দিয়েই
এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজ ভবনে ভাঙচুর চালাতে থাকলে পরিস্থিতি
নিয়ন্ত্রনে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেন্ড ছুঁড়তে থাকে।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা এক পর্যায়ে আক্রমণাত্মক হয়ে উঠলে তাদের দমাতে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা কলেজের গেটের সামনে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোঁড়ে। এতে ক্ষিপ্ত হয়ে ঢাকা কলেজের অনার্সপড়ুয়া ও সাধারণ শিক্ষার্থীরা যারা এই সংঘর্ষে জড়িত ছিলেন না তারা বেরিয়ে এসে সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া শ্লোগান দিতে থাকেন।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তার মানে কি এই তারা আমাদের ক্যাম্পাসের গেটে টিয়ারশেল সাউন্ড গ্রেনেড ছুঁড়বেন?
ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী বলেন, সিটি কলেজের শিক্ষার্থীরা আজকের এই হামলার সূত্রপাত ঘটিয়েছে, এখন এই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে তারা পালিয়েছে। এই হামলার পেছনে আওয়ামী দোসরদের হাত রয়েছে।
এক পর্যায়ে
পরিস্থিতি 'ঢাকা কলেজ বনাম আইনশৃঙ্খলা বাহিনী' তে পরিণত হলে ঢাকা কলেজের সিনিয়র শিক্ষার্থীরা
আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের ক্যাম্পাস ত্যাগ করতে অনুরোধ জানান।
এ বিষয়ে নিউমার্কেট থানার সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, “গতকাল মঙ্গলবার সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের একটি বাসে ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েক শিক্ষার্থীর হাতাহাতি হয়। এর জের ধরে আজ সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গিয়ে সিটি কলেজে গিয়ে ভাঙচুর চালায়। এ খবর ছড়িয়ে পড়লে বিকেল পৌনে ৩টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসেন। তারা সায়েন্স ল্যাবের দিকে এগোয়। তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে এসে সায়েন্সল্যাবের কাছাকাছি অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে।”
কিন্তু এই ঘটনাকে ঘিরে সন্ধ্যার পরপরেও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সিনিয়র শিক্ষার্থীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তারা বলেছেন, ক্যাম্পাসের ভেতরে একটি সংবাদ সম্মেলন করে পুরো ঘটনাটি সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরবেন।
আইনশৃঙ্খলা
বাহিনীর সদস্যদের সাথে পূর্বে বাক-বিতন্ডা হওয়ার কারণে তারা শান্তিপূর্ণ পরিস্থিতি
বজায় রাখতে সিনিয়র শিক্ষার্থীদের সাথে আলোচনায় আসেন যেন আর কোন অনাকাঙ্খিত পরিস্থিতি
সৃষ্টি না হয়।
এরপর ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে সিটি কলেজের সামনে গিয়ে আবার ইউটার্ন নিয়ে নিজেদের ক্যাম্পাসের দিকে ফিরে যায়।
এ সময় সিটি কলেজের সামনে সেনাবাহিনীর অবস্থান দেখা যায়।
এ সংঘর্ষে অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পপুলার, গণস্বাস্থ্য ও গ্রীন লাইফ হাসপাতালেও বেশ কয়েকজন রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষে আহত অনেক শিক্ষার্থী ঢাকা মেডিকেলে এসেছেন। কেউ কেউ চিকিৎসা সেবা নিয়ে চলে গেছেন। কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh