ঝালকাঠির রাজাপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বাগড়ি বাঁশতলা এলাকার খুলনা-বরিশাল মহাসড়কের ব্রীজের মুখ আটকিয়ে কাঠ ব্যবসায়ী আগুন ফার্নিচারের মালিক কবির হোসেন ভবন নির্মান করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ২ শতাধিক কৃষকরা চাষাবাদে ব্যাহত হওয়ার আশঙ্কা করেছেন। চাষের মৌসুমে ওই এলাকার চাষিদের পানি সংকট ও বর্ষার মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হবার আশঙ্কা করেছেন।
কৃষকরা জানান, কাঠ ব্যবসায়ী আগুন ফার্নিচারের মালিক কবির হোসেন ওই এলাকার শামসুদ্দিন মৃধার কাছ থেকে ৮ শতাংশ জমি ক্রয় করে ভবন নির্মাণ শুরু করে। কিন্ত ওই জমির পশ্চিম পাশে র্দীঘদিনের মহাসড়কে থাকা ব্রীজের পূর্ব পাশের মুখ বালু ফেলে ভরাট করে আটকে ভবন নির্মাণ করতেছে। এতে করে দুই পাশের ৩শ একরেরও জমির ২ শতাধিক কৃষকরা চাষেবাদে পানির সমস্যায় পরবে।
এ বিষয়ে জমির মূল মালিক শামসুদ্দিন মৃধা জানান, জমি বিক্রি করার সময় কবিরকে রাস্তা থেকে ১০ ফুট রেখে বালু ফেলতে বললেও সে কোন জায়গা না রেখে বালু ফেলেছে, তাতে ব্রীজের মুখ আটকে গেছে। ওখান থেকে পানি যাওয়ার নালা আগেই ভরাট হয়ে গেছিলো। ব্রীজের দুপাশের জমিই তার, ওখানে কোন রেকর্ডীয় খাল নেই।
অভিযোগের বিষয়ে কাঠ ব্যবসায়ী আগুন ফার্নিচারের মালিক কবির হোসেন জানান, কোন সরকারি জমি ভরাট করা হয়নি। ক্রয়কৃত জমিতে বালু ফেলে ভরাট করা হয়েছে, তাতে ব্রীজের মুখ ভরাট হয়ে গেছে। বিষয়টি ইউএনও দুইবার এসে দেখেও গেছেন।
জানতে চাইলে ইউএনও রাহুল চন্দ জানান, দুই বার ওখানে গিয়ে ব্রীজের মুখ খুলে দিতে বলা হয়েছে। কোনভাবেই পানির প্রবাহ বন্ধ রাখা যাবে না বলে তাদের স্পষ্ট বলে দেয়া হয়েছে। ব্রীজের মুখ খুলে না দিলে পানির প্রবাহ স্বাভাবিক করে না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।