× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও তার স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত

ডেস্ক রিপোর্ট

১৭ নভেম্বর ২০২৪, ১৮:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্টের আবেদন স্থগিত করেছে।

আজ (১৭ নভেম্বর) সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে তথ্য জানা গেছে।

বিষয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক ইসমাইল হোসাইন বলেন, তার (শিরীন শারমিন চৌধুরী) পাসপোর্টের বিষয়ে কোনো ডেভেলপমেন্ট হয়নি। এতটুকু আমি বলতে পারি। এর বেশি কিছু জানতে হলে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কথা বলে জেনে নিতে হবে।

আত্মগোপনে থেকে বিশেষ সুবিধায় শিরীন শারমিন চৌধুরীর পাসপোর্ট আবেদন নিয়ে গত নভেম্বর একটি সংবাদ প্রকাশিত হয়। ওই খবর অনুযায়ী, হত্যা মামলার আসামি হয়েও বিশেষ ব্যবস্থাপনায় শিরীন শারমিনের ফিঙ্গারপ্রিন্ট, ছবি চোখের আইরিশ নেওয়া হয়। এর সঙ্গে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জড়িত ছিলেন।

অভিযোগ রয়েছে, পাসপোর্ট অফিসে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারলেও বেশ কিছু মামলার আসামি এমন অনেক নেতাকেই অনৈতিক সুবিধায় পাসপোর্ট দেওয়া হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর গত ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করা হয়।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.