× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সারা দেশে মামলা-বাণিজ্য চলছেঃ সারজিস আলম

ডেস্ক রিপোর্ট

১৬ নভেম্বর ২০২৪, ১৮:১৮ পিএম । আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৪, ১৮:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (১৬ নভেম্বর) রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'শহীদ পরিবারের পাশে বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। অনুষ্ঠানে যোগদানের পূর্বে মামলা-বাণিজ্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, সারা দেশে মামলা বাণিজ্য চলছে, টাকা নিয়ে মামলা থেকে নাম কাটাচ্ছে।

গণঅভ্যুত্থানের পর মামলা-বাণিজ্য নিয়ে প্রশ্নের জবাবে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘মামলা-বাণিজ্য শুধু রংপুরে নয়, সারা বাংলাদেশে চলছে। আমরা আমাদের জায়গা থেকে কঠোরভাবে বলতে চাই, আমার শহীদ ও আহত ভাইদের নিয়ে মামলা-বাণিজ্য চলবে না। মামলায় টাকা দিয়ে নাম দিচ্ছে, টাকা নিয়ে নাম কাটাচ্ছে, এই ব্যবসা থেকে সামগ্রিকভাবে সবাইকে বের হতে হবে।

এদিন সারজিস আলমকে উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গ থেকে কাউকে না নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা দেওয়া হয়েছে। কিন্তু রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। তিন বিভাগ থেকে কী একজনও নেই, যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য। অঞ্চলবৈষম্য আমরা সমর্থন করি না।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনকে উপদেষ্টা করার দাবিতে রংপুরে ছাত্র-জনতা আন্দোলন করেছে। এ বিষয়ে সারজিস বলেন, পুরো সময়ে তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিলেন। পুরো সময়ে তিনি এই আন্দোলনে ছিলেন। তিনি প্রত্যেক দিন আমাদের সঙ্গে মঞ্চের সামনে বা মঞ্চের পিছনে ছিলেন। বিভিন্নভাবে আমাদের সাহস যুগিয়েছেন। অগ্রজ হিসেবে সবসময় আমাদের আগলে রেখেছেন। উত্তরবঙ্গের একজন রিপ্রেজেন্টেটিভ দিতে হবে। সেই জায়গা থেকে আখতার ভাইকে দিতে হলে আখতার ভাই বা অন্য কাউকে যদি নির্দিষ্ট মন্ত্রণালয়ের স্পেশালিস্ট মনে হয় এবং যদি মনে হয় যে ফ্যাসিস্টের সঙ্গে সম্পৃক্ততা ছিল না ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরব ছিলেন তার স্পিড ও পার্সোনালিটি আছে, পার্সোনাল ডিগনিটি আছে এবং অন্য যে কেউ হয় তার ওই যোগ্যতা আছে তাকেই নেওয়া যাবে। দেশ এবং দেশের মানুষের জন্য যাকে উপযুক্ত মনে হবে ভালো মনে হবে তাকেই নেওয়া উচিত।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে মোস্তফা সরয়ার ফারুকীর অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘ফারুকী তার পুরো সময়ে ক্ষমতায় কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামদি করার দরকার তা করেছেন। এই ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসেন। এ রকম কঠিন সময়ে নীরব থাকা ও গা বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না।

আজ( ১৬ নভেম্বর)  শিল্পকলা একাডেমি হল রুমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই-আগস্টে রংপুর বিভাগের শহীদ ৬৬ পরিবারের মধ্যে ৪৪ জনকে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ আরও অনেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.