অন্তর্বর্তী
সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ জানিয়েছেন ঢাকায় শিগগিরই জাতিসংঘের মানবাধিকার
পরিষদের কার্যালয় স্থাপন করা হবে।
আজ
(২৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের
মানবাধিকার পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান
সমাজকল্যাণ উপদেষ্টা।
সমাজকল্যাণ
উপদেষ্টা বলেন, খুব
বড় একটা সিদ্ধান্ত হয়েছে।
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটা কার্যালয় চালু হবে। কার্যালয় হলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সরাসরি তদন্ত করতে পারবে জাতিসংঘের মানবাধিকার পরিষদ।
ঢাকায় জাতিসংঘের
মানবাধিকার পরিষদের কার্যালয় করার জন্য অন্তর্বর্তী সরকার সম্মতি দিয়েছে বলে জানান
উপদেষ্টা। শারমিন মুরশিদ বলেন, শিগগিরই এই কার্যালয় হবে। এখানে মানবাধিকার পরিষদের
কার্যালয় থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে আমাদের শক্তি বাড়ল।
অপরাধ
তদন্তের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে উপদেষ্টা বলেন, রাজনৈতিক
দলগুলো ক্ষমতায় আসে, চলে যায়। তারা যদি নিজেদের অপরাধের তদন্ত করে, সে তদন্ত তো
হয় না।
বৈঠকে
অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা
উপস্থিত ছিলেন। এদের মধ্যে মৎস্য
ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও তথ্য উপদেষ্টা
নাহিদ ইসলাম ছিলেন।
মৎস্য উপদেষ্টা
লেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়। তারা
সহায়তামূলক অবস্থান থেকে এখানে এসেছে।