× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শীঘ্রই ঢাকায় মানবাধিকার পরিষদের কার্যালয় হ‌বে

ডেস্ক রিপোর্ট

২৯ অক্টোবর ২০২৪, ২১:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ জানিয়েছেন ঢাকায় শিগগিরই জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপন করা হবে।

আজ (২৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানান সমাজকল্যাণ উপদেষ্টা।

সমাজকল্যাণ উপদেষ্টা লেন, খুব বড় একটা সিদ্ধান্ত য়েছে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটা কার্যালয় চালু হবে। কার্যালয় হলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সরাসরি তদন্ত করতে পারবে জাতিসংঘের মানবাধিকার পরিষদ।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করার জন্য অন্তর্বর্তী সরকার সম্মতি দিয়েছে ব‌লে জানান উপ‌দেষ্টা। শারমিন মুরশিদ বলেন, শিগগিরই এই কার্যালয় হবে। এখানে মানবাধিকার পরিষদের কার্যালয় থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে আমাদের শক্তি বাড়ল।

অপরাধ তদন্তের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনা রে উপদেষ্টা লেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে, চলে যায়। তারা যদি নিজেদের অপরাধের তদন্ত করে, সে তদন্ত তো হয় না।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের য়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এদের ধ্যে মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ছিলেন।

মৎস্য উপদেষ্টা লেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়। তারা সহায়তামূলক অবস্থান থেকে এখানে এসেছে।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.