× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাষ্ট্রপতি পদে থাকার অধিকার হারিয়েছেন তিনি- সারজিস

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

২৬ অক্টোবর ২০২৪, ১৭:৩৭ পিএম

ছবিঃ কামরুল হাসান টিটু

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য যারা অভুত্থ্যান ঘটিয়েছে তারা এসব কথা শুনতে চায় না। ওই কথা শুনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা মনে করি ফ্যাসিস্টের কোন দোসরের এই বাংলাদেশের কোন নির্দিস্ট জায়গায় দায়িত্ব পালনের অধিকার নেই। তিনি ওই কথার মাধ্যমে অধিকার আগেও হারিয়েছে এবং সম্প্রতি আবারো প্রমান করেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলা হচ্ছে। গত দুইদিন ধরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা হচ্ছে। দেশের সব রাজনৈতিক দল যদি চায় তাকে অপসারণ করা। তাহলে কোন অপশক্তি নেই তাকে আর এই পদে বসিয়ে রাখতে পারে।

তিনি আরো বলেন, আমরা অতিদ্রুত সময়ের মধ্যে সকল রাজনৈতিক দলের মানুষের সম্মমিতে এমন একজন মানুষকে বসাবো, যিনি ২০২৪ এর স্পিরিটকে ধারণ করে আগামীতেও করবে। এমন একজন মানুষকেই আমরা সেখানে বসাবো।

এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সারজিস আলম বলেন, যেসব পুলিশ সদস্য অন্যায়ভাবে ছাত্র জনতার আন্দোলনে আমার ভাইকে হত্যা করেছে তাদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে। বদলি ছাড়া খুনের জন্য পুলিশের আর কোনো শাস্তি হয় না। অপরাধের জন্য শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না। তিনি বলেন, কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি আগামী দিনে সেখানে এর চেয়ে আরও বড় অভ্যুত্থান হবে ও বেশি রক্তপাত ঘটবে।

সমন্বয়ক সারজিস আলম বলেন, জুলাই বিপ্লবে পুলিশের যে ইমেজ সংকট তা মাথায় না রেখে এখনো কিছু পুলিশ বিভিন্ন মোড়কে কিছু দলের বা গোষ্ঠীর হয়ে কাজ করছে। দেশে মিথ্যা মামলার মাধ্যমে ব্যবসা হচ্ছে। কোনো কোনো পুলিশ নীরব দর্শক হয়ে আছে। কেউ আবার পরবর্তীতে যাতে সুবিধা নেওয়া যায় সে চেষ্টা করছে।

এর আগে সকালে পুলিশের আইজিপি ময়নুল ইসলামের সফরসঙ্গী হয়ে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.