× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ রংপুর আসছে হাসনাত-সারজিস

সফর প্রতিহতের ঘোষণা জাপার

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো। 

২৬ অক্টোবর ২০২৪, ০০:১৩ এএম । আপডেটঃ ২৬ অক্টোবর ২০২৪, ০০:১৩ এএম

ছবিঃ কামরুল হাসান টিটু

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলমের সফর প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। এ জন্য শুক্রবার (২৫ অক্টোবর) রাতে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে পার্টির নেতাকর্মী ও সমর্থকরা।

আজ (২৬ অ‌ক্টোবর) বিকেলে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম। এদিন সকালে রংপুর সফরে আসবেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম এনডিসি। জাতীয় পার্টির নেতারা মনে করছেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম পুলিশ প্রধানের সাথে সফর সঙ্গী হয়ে রংপুরে আসছেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণার পর তাদের আগমনকে ঘিরে জাতীয় পার্টিতে চাপা উত্তেজনা বিরাজ করছে। এই দুই সমন্বয়কের আগমন প্রতিহতে গতকাল (২৫ অ‌ক্টোবর) রাত ৮টায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের জাতীয় পার্টি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পায়রা চত্বর, প্রেসক্লাব, বেতপট্টি, সুপার মার্কেট থেকে আবারো দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এর আগে দলীয় কার্যালয়ে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জরুরি সভা করেন। এতে সভাপতিত্ব করেন দলের কো-চেয়ারম্যান ও রংপুর মহানগরের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় জাতীয় পার্টির ৩৩টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্র সমাজ, যুব সংহতি, শ্রমিক পার্টি, মহিলা পার্টি, তরুণ পার্টি, ওলামা পার্টি, সাংস্কৃতিক পার্টির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সভায় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নিদের্শনা অনুযায়ী আপাতত নৈরাজ্য সৃষ্টি হয় এমন কোন কর্মসূচিতে যাবে না জাতীয় পার্টি। তবে হাসনাত আব্দুল্লাহ ও সারজিদ আলমের সফর প্রতিহতে শনিবার সকালে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়।

পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমি দলের চেয়ারম্যানের সাথে কথা বলেছি। প্রেসিডেন্ট ইস্যুতে দেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় কোন ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি যেন না হয় সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। আমরা গঠনমূলক আন্দোলন করতে থাকবো। আশা করছি যে কোন ঘটনা ফেস করার মত শক্তি ও সক্ষমতা জাতীয় পার্টির রয়েছে।

তিনি আরো বলেন, তারা দুজনে (হাসনাত ও সারজিস) পুলিশের প্রধানের সাথে পুলিশ প্রটোকলে আসবেন। এরমধ্যে ষড়যন্ত্র রয়েছে। এর পরে যদি তারা অন্য কোন সময় আসে তখন দেখা যাবে বিষয়টা। তবে শনিবার জাতীয় পার্টি মাঠে থাকবে এবং বিক্ষোভ করবে।

সভা শেষে জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল থেকে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন ধরণের শ্লোগান দেন নেতাকর্মীরা। সেই সাথে জাতীয় পার্টি নিয়ে ভবিষতে উল্টাপাল্টা মন্তব্য না করার হুঁশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত; সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে সংলাপে যেন জাতীয় পার্টিকে ডাকা নয় এমন স্ট্যাটাস দেন এই দুই সমন্বয়ক। এরপরই ১৪ অক্টোবর রংপুরে জাতীয় পার্টির এক সভা থেকে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করেন পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ ঘোষণার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতৃৃবৃন্দ বিক্ষোভ মিছিল করে এবং পাল্টা কর্মসূচ ঘোষণা করে। এরই মধ্যে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করতে শনিবার রংপুর আসছেন তারা। শিক্ষার্থীদের সাথে বৈঠক ছাড়াও পুলিশ প্রধানের সাথে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার কথা রয়েছে ওই সমন্বয়কের। এ নিয়ে পাল্টাপাল্টি উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ জানান, ‘জাতীয় পার্টি আসলে আমাদের কোনো হেডেক না। তাদেরকে নিয়ে কোনো বক্তব্যও নাই।’

তিনি আরও জানান, শনিবার রংপুর আসবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম। তারা দুজনে বিকেল ৪টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন।

পুলিশ প্রধানের কর্মসূচি:

আজ (২৬ অক্টোবর) সকালে রংপুর আসবেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম এনডিসি। তিনি সকাল ১১টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। বেলা পৌনে ১টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ বর্ষপূর্তির অনুষ্ঠানে অংশ নেবেন। বেলা একটায় সেখানকার কলেজ অডিটরিয়ামে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবেন। এরপর বিকেলে রংপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.