× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

 দ্রুত বিচার আইনে মামলা

প্রায় ১ যুগ পর খালাস পেল জামায়াতের ৪১ নেতাকর্মী!

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

২২ অক্টোবর ২০২৪, ২০:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত

রংপুরে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় দীর্ঘ ১১ বছর পর ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাইদি ও রাজিবুর রহমান পলাশসহ ৪১ জামায়াত-শিবির নেতাকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক জুলকান নাহিম এই আদেশ দেন।

বিবাদীপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি কোতয়ালী থানার  তৎকালীন এসআই শাহাদত হোসেন বাদী হয়ে ২০০২ সালের দ্রুত বিচার আইনে ত্রাস সৃষ্টি করে  পুলিশের রিকুইজেশন করা গাড়ি ভাংচুরের অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই সময় বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি চলছিল। মামলার পর বিচার কার্যক্রম শুরু হলে দীর্ঘ শুনানিতে ১২ জনের স্বাক্ষ্য গ্রহণ করে আদালত। স্বাক্ষ্য ও জেরায় আসামিদের বিরুদ্ধে অনীত অভিযোগ প্রমাণত না হওয়ায় মঙ্গলবার বিচারক তাদের বেকসুর খালাসের আদেশ দেন।

আদেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী, রাজিবুর রহমান পলাশ, সাবেক কার্যকরি সদস্য ও বর্তমানে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলীসহ ৪১ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বাদীপক্ষের অপর আইনজীবী জয়নাল আবেদীন জানান, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃশাসন ও বিচার বিভাগে হস্তক্ষেপের কারণে মানুষের স্বাধীনতা ছিল না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্ত হওয়ায় নিরাপরাধ আসামিরা ন্যায় বিচার পেয়েছেন। এর রায়ের মধ্য দিয়ে সঠিক বিচার নিশ্চিত হয়েছে। ##

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.