বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের উদ্বোধন করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। শনিবার সকাল সোয়া ১০টায় দিকে রংপুরে বিশ্ববিদ্যালয়ের ১৬তম দিবসে এর উদ্বোধন করেন নাহিদ ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানসহ বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ অংশ নেন। বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণে ২ কোটি ৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
সকাল ১০টার দিকে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সড়ক পথে ক্যাম্পাসে প্রবেশ করেন। জাতীয় সংগীত শেষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন শেষে তিনি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। সারাদিন বিভিন্ন কর্মসূচি শেষে বিকাল ৪টায় সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করবেন নাহিদ ইসলাম।
উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০০৮ সালের ১২ অক্টোবর রংপুর শহরের অদূরে পার্ক মোড় এলাকায় ৭৫ একর জমি নিয়ে যাত্রা শুরু করে।
২০০৯ সালের ৪ এপ্রিল মাত্র ৩০০ শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক নিয়ে রংপুর শহরের ধাপ লালকুঠি এলাকায় টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হয়। এরপর ২০১১ সালের ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ ক্যাম্পাসে ছয়টি অনুষদের অধীনে ২২টি বিভাগে শিক্ষাদান কার্যক্রম চলছে। এছাড়া উচ্চতর গবেষণার জন্য রয়েছে ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট।
বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন ১৯৫ জন। শিক্ষার্থী প্রায় সাড়ে আট হাজার। নির্মাণাধীন একটি ছাত্রী হলসহ মোট চারটি আবাসিক হল, প্রশাসন ভবন, চারটি একাডেমিক ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, মসজিদ, ক্যাফেটেরিয়া ভবনসহ আবাসিক স্থাপনা রয়েছে।