× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট

২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত

খাগড়াছড়িতে চলমান পাহাড়ি-বাঙালি সংঘাত এর ফলে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ  এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আজ (২০ সেপ্টেম্বর) সকালে ১৪৪ ধারা জারির নোটিশ জারি করা হয়।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় আদেশ জারি করেন।

নোটিশে বলা হয়, খাগড়াছড়ি সদর থানা এলাকায় পাহাড়ি বাঙালি সংগঠনের লোকজন বিভিন্ন জায়গায় অবস্থান নেয় এবং উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটতে পারে এমন শঙ্কায় আজ দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে আজ (২০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক মো. শহীদুজ্জামান, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর পুলিশ সুপার আরিফিন জুয়েল দীঘিনালার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সময় তারা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠনসহ দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দেন তারা।

স্থানীয়রা জানান, গতকাল (১৯ সেপ্টেম্বর)  বিকেলে জেলার দীঘিনালায় লারমা স্কয়ারে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে দুর্বৃত্তরা বাজারে আগুন দিলে অর্ধশতাধিক দোকানপাট পুড়ে যায়।

একই ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে জেলা সদরের স্বনির্ভর নারানখাইয়া এলাকায় গুলিতে জন নিহত আরও জন আহত হন। নিহতরা হলেন - জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) রুবেল (৩০)

উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে খাগড়াছড়ি সদরে মো. মামুন নামে এক যুবককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাকে কেন্দ্র করেই সহিংসতার ছড়িয়ে পড়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.