× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে ঢাকায় স্থানান্তর

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি।

১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত

অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কড়া নিরাপত্তার মধ্যে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে র‌্যাবের একটি হেলিকপ্টারে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, বিকেল ৪টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক বিচারপতি মানিককে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকার তেজগাঁও পুরোনো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করে।

জানা গেছে, ঢাকায় পৌঁছানোর পর তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হবে এবং বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার আদালতে একটি মামলায় হাজির করা হবে।

এর আগে, ১৭ সেপ্টেম্বর সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার মামলায় তার জামিন মঞ্জুর করেন। তবে অন্যান্য মামলায় তাকে ফের কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করার সময় বিজিবি তাকে আটক করে। এরপর ২৪ আগস্ট তাকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.