আজ ( ১৭ সেপ্টেম্বর) রাজধানীর বকশীবাজার মোড়ে দায়িত্বরত অবস্থায় এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের ওপর তিন দুর্বৃত্ত হামলা চালিয়েছে। এ ঘটনায় সেই ট্রাফিক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ (১৭ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে বকশিবাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার ট্রাফিক কনস্টেবলের নাম সাখাওয়াত।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অফিস ইনচার্জ (ওসি) মো.রেজাউল হোসেন।
তিনি বলেন, বেলা ২টার দিকে বকশিবাজার মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল সাখাওয়াতের উপর তিনজন দুর্বৃত্ত অতর্কিত হামলা করে। মারধর করে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় ট্রাফিক কনস্টেবল আহত হয়েছেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।