বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত দু'দিন যাবত সারাদেশে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঢাকায় গতকাল (১৪ সেপ্টেম্বর) সারাদিন বৃষ্টিপাত অব্যাহত ছিল। আজ (১৫ সেপ্টেম্বর) ও টানা বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
আজ (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকাসহ সারাদেশে আজও বৃষ্টি থাকবে। আগামীকাল (১৬ সেপ্টেম্বর) এই বৃষ্টি কমতে পারে। সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত বহাল রয়েছে।
টানা বর্ষণে নগরবাসীর ভোগান্তি বেড়েছে। বৃষ্টির কারণে গণপরিবহণগুলোর সঙ্কট দেখা দেয়ায় অনেকের কর্মস্থলে পৌঁছাতে সমস্যা হয়েছে। টানা বৃষ্টির কারণে রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, মোটরবাইক ইত্যাদি সুযোগ বুঝে বাড়তি ভাড়া আদায় করছে। নগরীর অনেক স্থানে রাস্তাঘাট ভাঙা থাকার কারণে ও নিচু এলাকাগুলোতে পানি জমে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। কিছুকিছু স্থানে আবার গ্যাস ও পানির লাইন মেরামতের কারণে রাস্তা কাটায় সেখানে পানি জমে আশেপাশের মানুষের জন্য চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।
এদিকে, সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন অঞ্চল। তাতে পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। অনেক এলাকার মানুষ নতুন করে আবার আশ্রয়কেন্দ্রে ছুটছেন। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোগান্তি আরো বেড়েছে।
আজ (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।