× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডুম্বুর বাঁধ অভিমুখে শিক্ষার্থী-জনতার লং মার্চ

ডেস্ক রিপোর্ট

০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২১ পিএম

ছবিঃ সংগৃহীত

দেশের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। টানা ভারী বর্ষণ, ভারত থেকে আশা উজানের ঢল ইত্যাদির সঙ্গে এই আকস্মিক বন্যার পেছনে অন্যতম বড় কারণ হিসেবে রয়েছে কোনো রকম আগাম সতর্কবার্তা ছাড়াই কয়েকটি নদীর ওপরে ভারতের বাঁধ খুলে দেওয়া। এরমধ্যে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অন্যতম। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ও ইনকিলাব মঞ্চ ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করছে।

আজ (৬ সেপ্টেম্বর) সকালে অন্তত ১০ ট্রাক ছাত্র-জনতা নিয়ে এ লং মার্চ শুরু হয়।

জানা গেছে, বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের বাঁধ নির্মাণ এবং নদীর পানিপ্রবাহ ইচ্ছামতো নিয়ন্ত্রণের প্রতিবাদে এই কর্মসূচি পালন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এ দিন সকাল থেকে লং মার্চে যোগ দিতে শাহবাগে জড়ো হন অসংখ্য শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাকযোগে লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ।

এ লং মার্চ প্রথমে যাত্রাবাড়ীর চৌরাস্তায় পথসভা করার কথা ছিল। পরে দুপুর ২টায় কুমিল্লার চান্দিনায় একটি পথসভা করার কথা। আর বিকেল ৪টায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে মার্চটি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.