ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রাথমিকভাবে আজ (২৪ আগস্ট) রাত ১০টায় গেট খুলে দেওয়ার কথা থাকলেও জরুরি পরিস্থিতিতে সন্ধ্যায় গেট খুলে দেয়া হবে। এজন্য আশেপাশের ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের দুপুর ২ টা ১০ মিনিটে জানিয়েছে কাপ্তাই লেকের পানির আজ দুপুর ২ টা পর্যন্ত ১০৭.৬৩ ফুট মীন সি লেভেল এ আছে। যদি সন্ধ্যা নাগাদ ১০৮ ফুট মীন সি লেভেল এর কাছাকাছি বা ক্রস করে তাহলে সন্ধ্যায়ই কাপ্তাই স্পীল ওয়ের ১৬ টি গেইট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে।। তিনি সকলকে সাবধান থাকার নির্দেশ দেন।