পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রস্তাব দিয়ে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন। গতকাল (২৩ আগস্ট) তিনি চিঠি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “বন্যায় বাংলাদেশের যারা তাদের স্বজন, বাড়িঘর এবং কর্মস্থল হারিয়েছেন, পাকিস্তানের জনগণ তাদের পাশে আছে। আমরা আশা করছি যে আপনার নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই বর্তমান সংকট কাটিয়ে উঠবে এবং এই কঠিন সময়ে আমরা বাংলাদেশকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি।”
টানা ভারী বর্ষণ, ভারতীয় পাহাড়ি ঢলের পানি এবং ডুম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় এই আকস্মিক বন্যায় তলিয়ে গেছে দেশের ১১ টি জেলা। এখন পর্যন্ত সারাদেশে বন্যায় প্রাণহানি ঘটেছে ১৮ জনের। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৫ লাখেরও বেশি মানুষ।
সশস্ত্র বাহিনী, স্থানীয় উদ্ধারকারী এবং সারাদেশ থেকে বহু মানুষ এর সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত প্রায় দু’লাখ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ত্রাণসামগ্রী ও বিভিন্ন প্রকার সাহায্য নিয়ে স্বতঃস্ফূর্তভাবে বন্যাদূর্গত এলাকায় ছুটে গেছেন সারা দেশের মানুষ।
এর আগে গত ১৯ আগস্ট ড. মুহম্মদ ইউনূসকে চিঠি দিয়েছিলেন শেহবাজ শরিফ। সেই চিঠিতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।