× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁয়ে শেখ হাসিনাকে আসামী করে আরও দুই হত্যা মামলা

শেখ আল আমীন প্রধান, সোনারগাঁ প্রতিনিধি।

২৪ আগস্ট ২০২৪, ১৪:৫৯ পিএম । আপডেটঃ ২৪ আগস্ট ২০২৪, ১৪:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আরও দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্তান হত্যার দায়ে কুলসুম বেগম ও চাচাতো ভাইকে হত্যার দায়ে আবু হানিফ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সোনারগাঁ থানায় দুটি হত্যা মামলা দায়ের করেন। এনিয়ে শেখ হাসিনাকে আসামী করে সোনারগাঁ থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ৪ আগস্ট উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে আন্দোলন প্রতিরোধকারীদের ছোড়া গুলিতে নিহত হয় শেরপুর জেলার নকলা থানার জুলহাস মিয়ার ছেলে শফিক মিয়া। একইদিন গুলিবিদ্ধ হয় কুমিল্লা জেলার বাঞ্ছারাম- পুর থানার মৃত কামাল মিয়ার ছেলে মোঃ আশিক মিয়া (২০)। পরে ৫ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে শেখ হাসিনাকে প্রধান আসামী করে ১২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামী করে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। একই দিনে নিহত শফিক মিয়ার চাচাতো ভাই আবু হানিফ বাদী হয়ে শেখ হাসিনাকে প্রধান আসামী করে ১৫৬ নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২০জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে।

শেখ হাসিনা ছাড়াও এ দুই মামলায় আসামী করা হয়েছে সাবেক সেতু ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.