× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেবেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট

২২ আগস্ট ২০২৪, ১৯:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত

দেশে নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন যোগ দেবেন বলে জানিয়েছেন জাতিসংঘ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

আজ (২২ আগস্ট) অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন জাতিসংঘ আবাসিক প্রতিনিধি।

গোয়েন লুইস বলেন, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে কথা হয়েছে। কারণ, ড. ইউনূস ওই অধিবেশনে যোগ দেবেন।

জাতিসংঘ আবাসিক প্রতিনিধি বলেন, আমরা তথ্য-উপাত্ত এবং এসডিজি পরিসংখ্যান নিয়ে কথা বলেছি। আমরা সরকারের নতুন যে অগ্রাধিকারগুলো আছে সেগুলোর বিষয়ে আমাদের কাছে যে সহায়তা সরকার চেয়েছে, তা নিয়ে কথা বলেছি।

ছাত্র-জনতার আন্দোলন নিয়ে ঢাকায় আসা জাতিসংঘ তদন্ত দল নিয়ে গোয়েন লুইস বলেন, বর্তমানে জাতিসংঘ একটি প্রতিনিধি দল অবস্থান করছে। কিন্তু এটি মূল তদন্ত দল নয়। ফ্যাক্ট ফাইন্ডিং দল কতদিন কাজ করবে, সরকারের প্রত্যাশা কী এবং অন্যান্য বিষয় নিয়ে তারা আলোচনা করবে।

ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পূর্ণ তদন্ত করবে কি না— জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে তদন্ত দল কর্মপরিধি কতটুকু হবে, সেটির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.