× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিমানবন্দরে আটক একাত্তর টিভির ফারজানা রূপা ও শাকিল আহমেদ

ডেস্ক রিপোর্ট

২১ আগস্ট ২০২৪, ১৪:১৭ পিএম । আপডেটঃ ২১ আগস্ট ২০২৪, ১৪:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত

দেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে বিভিন্ন সেক্টরে ঢালাও পরিবর্তন চলছে। এছাড়াও আওয়ামী পন্থী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদধারী ব্যাক্তিদের পদচ্যুত কিংবা চাকরিচ্যুত করা হয়েছে। এর মধ্যে চাকরীচ্যুত হয়েছেন একাত্তর টিভির প্রধান প্রতিবেদক ফারজানা রূপা ও প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ। আজ সকালে দেশত্যাগ করার সময় তাদের আটকে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

আজ (২১ আগস্ট) সকালে ফ্রান্সে যাওয়ার সময় তাদের দেশ ছাড়তে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাদেরকে বিমানবন্দরে দায়িত্বরত ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সকাল ৮টা ২০ মিনিটে শাকিল আহমেদ, ফারজানা রূপা ও তার মেয়েকে আটকে দেওয়া হয়। তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (টিকে-৭১৩) যোগে ইস্তাম্বুল হয়ে প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন।

বর্তমানে তাদের কোথায় রাখা হয়েছে এ বিষয়ে নিশ্চিত করতে পারেননি বিমানবন্দর কর্তৃপক্ষ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.