× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বসুন্ধরা সিটির ইনচার্জের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট

২১ আগস্ট ২০২৪, ১৩:৪৪ পিএম

ছবিঃ নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের ইনচার্জ মহসিন করিম এর পদত্যাগের দাবিতে থেকে বিক্ষোভে নেমেছে নেমেছে ব্যবসায়ী সমিতি ও দোকানকর্মীরা। আজও সড়ক আটকে বিক্ষোভ চলছে। 

আজ (২১ আগস্ট) সকাল থেকে কাওরান বাজার সড়ক আটকে বিক্ষোভ করছেন তারা এর ফলে রাজধানীর কাওরান, শাহবাগ, ফার্মগেট, সায়েন্সল্যাব, মিরপুর রোডসহ বেশিরভাগ সড়কেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে।। এর আগে ১৯ আগস্ট পান্থপথে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করছেন বসুন্ধরা সিটির দোকান মালিক-কর্মচারীরা। সেদিন মার্কেটের ইনচার্জের পদত্যাগ ও দোকানের ভাড়া কমানোর দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা দাবি করেন, সরকারিভাবে শপিংমলের বেজমেন্টে কোনও প্রতিষ্ঠানের অনুমতি না থাকায় তারা লাইসেন্স–সংক্রান্ত কোনো কাজে সরকারি দফতরে গেলে ঝামেলা পোহান। এর আগে কোনও কিছু নিয়ে প্রতিবাদও করতে পারতেন না তারা। মার্কেট ইনচার্জ মহসিন করিমের কাছে কোনও সমস্যার কথাও বলা যেতো না। তিনি দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন এবং খারাপ ব্যবহার করতেন বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা।

ফাহিমুর রহমান নামে এক ব্যবসায়ী বলেন, এখন আন্দোলন ছাড়া কিছু হয় না। আন্দোলন করেই স্বৈরাচারী সরকারকে সরানো গেছে। তাই আন্দোলন করেই আমাদের দাবি আদায় করা যাবে। আমাদের সঙ্গে অনেক অন্যায়-অত্যাচার করা হয়েছে। তাই আমরা যৌক্তিক দাবি আদায় করেই আন্দোলন ছাড়বো।

এ প্রসঙ্গে তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস গণমাধ্যমকে  বলেন, বসুন্ধরা সিটি শপিং মলের ব্যবসায়ী, দোকানকর্মীরা বিক্ষোভ কারণে পাশেপাশের যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। পান্থপথ ও সোনারগাঁও সিগনাল পুরোটাই বন্ধ আছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.