রওশন
এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি আর রাজনীতি করতে
পারবেন না। কিন্তু দলকে বুদ্ধি-পরামর্শ দিয়ে সহায়তা করবেন বলে ধারণা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বৃহস্পতিবার
(১০ মার্চ) দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় এ কথা বলেন
তিনি।
সভায়
বক্তব্য দিতে গিয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি।
জি
এম কাদের বলেন, আয় কমছে, চাকরি
হারাচ্ছে মানুষ, আয় বাড়ার কোনো
পথ হচ্ছে না, মানুষের জীবনের নিরাপত্তা নেই, দুর্নীতি প্রতিনিয়ত বাড়ছে, দেশময় জবাবহীনতার নিয়ম চলছে ও আইনশৃঙ্খলার দ্রুত
অবনতি হচ্ছে–এত সমস্যার সঙ্গে
বিশ্ব অর্থনীতির মন্দার ঢেউ বাংলাদেশেও আসবে এবং অর্থনৈতিক এই মন্দা রাজনীতিকে
ভিন্ন দিকে ঠেলে নিয়ে যাবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন,
সরকারি দলের দুর্নীতির কারণে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক দুরবস্থা
চলছে। যে দেশের মানুষের
দুর্বিষহ অবস্থা চলছে, সে দেশের উন্নয়নের
প্রতিও প্রশ্ন তোলেন তিনি।
সভায়
সবার উদ্দেশে তিনি আরও বলেন, জাতীয় পার্টির কারও সঙ্গে জোট নেই এবং কারও গায়ের ওপর ভর করে চলার
প্রয়োজন আছে বলে মনে করে না জাতীয় পার্টি।
অনুষ্ঠানে উপস্থিত অন্য সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন দলীয় নেতাকর্মীরা।
রওশন
এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি আর রাজনীতি করতে
পারবেন না। কিন্তু দলকে বুদ্ধি-পরামর্শ দিয়ে সহায়তা করবেন বলে ধারণা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বৃহস্পতিবার
(১০ মার্চ) দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় এ কথা বলেন
তিনি।
সভায়
বক্তব্য দিতে গিয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি।
জি
এম কাদের বলেন, আয় কমছে, চাকরি
হারাচ্ছে মানুষ, আয় বাড়ার কোনো
পথ হচ্ছে না, মানুষের জীবনের নিরাপত্তা নেই, দুর্নীতি প্রতিনিয়ত বাড়ছে, দেশময় জবাবহীনতার নিয়ম চলছে ও আইনশৃঙ্খলার দ্রুত
অবনতি হচ্ছে–এত সমস্যার সঙ্গে
বিশ্ব অর্থনীতির মন্দার ঢেউ বাংলাদেশেও আসবে এবং অর্থনৈতিক এই মন্দা রাজনীতিকে
ভিন্ন দিকে ঠেলে নিয়ে যাবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন,
সরকারি দলের দুর্নীতির কারণে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক দুরবস্থা
চলছে। যে দেশের মানুষের
দুর্বিষহ অবস্থা চলছে, সে দেশের উন্নয়নের
প্রতিও প্রশ্ন তোলেন তিনি।
সভায়
সবার উদ্দেশে তিনি আরও বলেন, জাতীয় পার্টির কারও সঙ্গে জোট নেই এবং কারও গায়ের ওপর ভর করে চলার
প্রয়োজন আছে বলে মনে করে না জাতীয় পার্টি।
অনুষ্ঠানে উপস্থিত অন্য সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন দলীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh