জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল হওয়ায়, গতকাল সেগুন বাগিচা বারোতলার নিচে এনবিআরের আয়কর বিভাগের কর্মকর্তা কর্মচারীরা এক বিজয় আনন্দ মিছিল করে, এই সময় আয়কর বিভাগের কর্মকর্তা কর্মচারীরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন ৷
স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ সহচর জাতীয় রাজস্ব বোর্ডের পরপর তিন বারের বর্তমান চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম ও প্রথম সচিব (কর প্রশাসন) মোঃ শাহিদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের সুবিধাবাদী এবং কার্যত স্বৈরাচারী কর্মকর্তাগণ পদত্যাগসহ ৯দফা দাবি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের ১০তম-২০তম গ্রেডের বৈষম্য বিরোধী সকল কর্মচারীগণ গত ৭ আগষ্ট থেকে আগারগাঁও রাজস্ব ভবনের সামনে সমাবেশ করে আসছে ৷ তাদের প্রথম দাবি ছিলো এনবিআরের চেয়ারম্যানকে অপসারন, গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনবিআরের চেয়ারম্যানের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হয় ৷ জাতীয় রাজস্ব রোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে বসানো হল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানকে; একই সঙ্গে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগেরও সচিব করা হয়েছে।
বুধবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আব্দুর রহমান বিসিএস ১৩তম ব্যাচের কর ক্যাডার। ১৯৯৪ সালের ২৫ এপ্রিল ক্যাডার সার্ভিসে যোগ দেওয়ার পর কর প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেন তিনি।
আব্দুর রহমান কর ক্যাডার হিসেবে যুগ্ম কমিশনার, বিসিএস কর একাডেমির পরিচালক ও এনবিআরের প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে আব্দুর রহমানের।
জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আব্দুর রহমানকে আন্দোলনকারীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসােসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম আকাশ, মহাসচিব সহিদুজ্জামান সোহেল, সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ৷ জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের কর্মকর্তা কর্মচারীরা আশা করেন এনবিআরের নতুন চেয়ারম্যান আয়কর বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ন্যয়সংগত সকল দাবি পূরণ করবেন ৷