× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এখন পর্যন্ত ৩০৯টি অস্ত্র ও ৬২৫৮ রাউন্ড গুলি উদ্ধারঃ পুলিশ সদর দফতর

ডেস্ক রিপোর্ট

১৪ আগস্ট ২০২৪, ১৪:০১ পিএম

ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী আপামর ছাত্র-জনতার আন্দোলনের তোপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের থানাগুলোতে ব্যাপক ভাঙচুর, লুটপাট অগ্নি সংযোগ করা হয়। এসময় লুট হয় পুলিশের অনেক অস্ত্র এবং গোলাবারুদ।

আজ (১৪ আগস্ট) দুপুরে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পুলিশের মিডিয়া বিভাগ জানিয়েছে, প্রায় ৯ দিন পর এখন পর্যন্ত ৩০৯টি অস্ত্র এবং ৬২৫৮ রাউন্ড গুলি, টিয়ার গ্যাস সেল ৩১৮টি ও টিয়ার গ্যাস গ্রেনেড-২ এবং সাউন্ড গ্রেনেড- ৯টি উদ্ধার করা হয়েছে।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সোমবার (১২ আগস্ট) অবৈধ অস্ত্র থানায় জমা দিতে ৭ দিনের সময় দিয়েছেন। তা না হলে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি। 

সাখাওয়াত বলেন, যাদের হাতে আন-অথরাইজ ওয়েপন বা আগ্নেয়াস্ত্র আছে, আগামী ৭ দিনের মধ্যে নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন, তাদের বিরুদ্ধে দুটি চার্জ লাগবে। দুটি মামলার মধ্যে একটি হচ্ছে অবৈধ অস্ত্র মামলা, অপরটি সরকারিভাবে নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে।

 কেউ যদি নিজে থেকে এসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসব অস্ত্র জমা দিতে না পারেন, তাহলে অন্যের মাধ্যমে তা ফেরত দেয়ার সুযোগও সরকার খোলা রেখেছে। এসব নির্দেশনা আমলে না নিলে অস্ত্র উদ্ধারে মাঠে নামা হবে বলেও জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.