গ্রেপ্তার হওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে তোলা হবে আজই।
আজ (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে তাদের আদালতে নেওয়ার কথা রয়েছে।
এর আগে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আটক হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল(১৩ আগস্ট) তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, নৌ-পথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউমার্কেট থানার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।