× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণভবনের লুট করা টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শেষমেশ সেনাবাহিনীকে ফোন

ডেস্ক রিপোর্ট

১৩ আগস্ট ২০২৪, ১৮:২৬ পিএম । আপডেটঃ ১৩ আগস্ট ২০২৪, ১৮:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী আপামর ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। সেদিন গণভবন জনতার জোয়ারে ভেসে যায়। এদের মধ্যে বেশিরভাগই গণভবন থেকে বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

 সেদিন গণভবন থেকে একটি সিন্দুক নিয়ে মোহাম্মদপুরে রায়ের বাজার এলাকার কয়েকজন ব্যক্তি। এইটাকা ভাগাভাগি নিয়ে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরপর এদের মধ্যে একজন সেনাবাহিনীকে ফোন দিলে সেনাবাহিনী ও র‍্যাবের একটি টিম গিয়ে গতকাল (১২ আগস্ট) রাতে রাজধানী  মোহাম্মদপুর থানার রায়েরবাজার বটতলা এলাকা থেকে ৮ লাখ টাকা উদ্ধার করে।

নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গণভবন থেকে ৫-৬ জন ব্যক্তি একটি সিন্দুক নিয়ে যান। এরপর তাদের মধ্যে একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে থেকে যায়। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেয়। পরবর্তী সময়ে গতকাল রায়েরবাজারের একটি বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। সিন্দুকে ১৬ লাখ টাকা ছিল বলে মোবাইল ফোন করা ব্যক্তি দাবি করেছেন, জানান ওই সেনা সদস্য।

মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির গণমাধ্যমকে বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করি। বাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে, এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.