× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধর্ম মন্ত্রণালয়

স্মারক পত্র বাতিল, সহকারী সচিব কে সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট

১৩ আগস্ট ২০২৪, ১৫:১৬ পিএম । আপডেটঃ ১৩ আগস্ট ২০২৪, ১৫:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দীক স্বাক্ষরিত আজকের( ১৩ আগস্ট) এক প্রেস রিলিজে  জানা যায়, মন্ত্রণালয় থেকে ১২ আগস্ট দেওয়া একটি স্মারকপত্র বাতিল করা হয়েছে এবং সেটি স্বাক্ষরকারী কর্মকর্তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি ঘটে যাওয়া কোটাবিরোধী আন্দোলনে ঘটে যাওয়া ক্ষয়ক্ষতি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে ধর্ম মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল মন্ত্রণালয়টির বিভিন্ন সংস্থার প্রধানদের। পরে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই বিষয়টি ধর্ম উপদেষ্টার নজরে আসে এবং সেটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আজ (১৩ আগস্ট) একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়।

'ধর্ম মন্ত্রণালয়ের ১২ আগস্টের ৯৭২ স্মারক পত্র বাতিল ও স্বাক্ষরকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত', এই শিরোনামে আজ (১৩ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তিটি জারি করা হয়। 

এতে বলা হয়, 

ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা হতে গত ১২ আগস্ট ২০২৪ তারিখে ৯৭২ স্মারকমূলে ‘কোটা বিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ’ বিষয়ে  জারিকৃত পত্রটি গতকালই (সোমবার) বাতিল করা হয়েছে। এ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম গতকাল (সোমবার) ১৬.০০.০০০০.০০১.৩০.০১৩.৯৮(অংশ-১).৯৭৩ নম্বর স্মারকমূলে ‘জারিকৃত পত্রটি বাতিলকরণ’ শিরোনামে এ সংক্রান্ত পত্রটি জারি করেন।

এ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা হতে গত ১২ আগস্ট ২০২৪ তারিখে ৯৭২ স্মারকে জারিকৃত পত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে সম্পূর্ণ নিজের একক সিদ্ধান্তে জারি করায় পত্র স্বাক্ষরকারী কর্মকর্তা ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

উল্লেখ্য যে, প্রশাসন-১ শাখা হতে ৯৭২ স্মারকমূলে জারিকৃত পত্রটি হাইকোট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের ০১ আগস্ট ২০২৪ তারিখের ‘কমিশন/তদন্ত/০১/২০২৪-০৬’ নম্বর স্মারকপত্রের পরিপ্রেক্ষিতে স্বাক্ষরকারী কর্মকর্তা জারি করেছিলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দীক এই প্রেস বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.