× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গত ১৫ বছরে ব্যাংক কেলেঙ্কারিতে আত্মসাৎ ৯২ হাজার কোটি টাকা

সিপিডির সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট

১২ আগস্ট ২০২৪, ১৪:১২ পিএম

ছবিঃ সংগৃহীত

২০০৮ থেকে ২০২৩ সাল, এই পর্যন্ত গত ১৫ বছরে ২৪টি বড় ব্যাংক কেলেঙ্কারিতে প্রায় ৯২ হাজার ২৬১ কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। যা, ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের ১২ শতাংশ এবং এই অর্থের পরিমাণ জিডিপির দুই শতাংশের সমান।

আজ (১২ আগস্ট) 'ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয়' শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। সেখানে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোকে শক্তিশালী করতে হবে, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে এবং সময়মতো তথ্যের সততা ও সহজলভ্যতা নিশ্চিত করতে হবে।

ব্যাংক খাতে স্বচ্ছতা আনতে সংবাদ সম্মেলনে একটি সুনির্দিষ্ট, সময় উপযোগী, স্বচ্ছ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের সুপারিশ করেছে সিপিডি। সংস্থাটি বলছে, এই সংস্কার রাজনৈতিকভাবে হতে হবে। কারণ স্বার্থান্বেষী মহল এতে বাধা তৈরি করবে। সিপিডি আরও বলছে, বেশ কয়েকটি ব্যাংকের অবস্থা সংকটজনক হলেও বেইলআউটের মাধ্যমে এগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে। ধসের দ্বারপ্রান্তে থাকা এ সব ব্যাংক বন্ধ করে দিতে হবে বলে মনে করে সংস্থাটি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.