× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধান বিচারপতিকে নিয়ে প্রশ্ন ছিলঃ ড. আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট

১০ আগস্ট ২০২৪, ১৪:২১ পিএম

ছবি সংগ্রহীত

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন। আসিফ মাহমুদের স্ট্যাটাস থেকে জেনেছি, এটি পরাজিত স্বৈরাচারী শক্তির পক্ষে ছিল। যদিও প্রধান বিচারপতি অত্যন্ত শ্রদ্ধার তবুও তাকে নিয়ে প্রশ্ন আছে এমনটিই বলেছেন, আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা . আসিফ নজরুল।

আজ শনিবার (১০ আগস্ট) বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন।

সময় শত শত শিক্ষার্থী হাইকোর্টের ভেতরে ঢুকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

তিনি আরও বলেন, ছাড়া তিনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়েছেন, ডিবির সাবেক প্রধান হারুনের কাছ থেকে সোনার তরবারি উপহার নিয়েছেন।

এসব আইন নীতির বিরোধী। এসব কারণে তাকে নিয়ে প্রশ্ন ছিল।

আসিফ নজরুল বলেন, যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হচ্ছিল তখন প্রধান বিচারপতি প্রশ্ন করেছিলেন- আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় কি না? মানুষ বিষয়টি ভালোভাবে নেয়নি।

আমি যেটা জানি, ছাত্র-জনতার পক্ষ থেকে আগেই তার পদত্যাগের দাবি উঠেছিল।

আজ আবার তিনি ফুল কোর্ট মিটিং ডাকেন। এটি একটি অনভিপ্রেত ঘটনা। আমরা মনে করি, সুপ্রিম কোর্টকে ছাত্র-জনতার বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা কারও করা উচিত নয়। সবার যেন শুভবুদ্ধির উদয় হোক। ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতি সবাই যেন সম্মান দেখায়।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডাকায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এরই পরিপ্রেক্ষিতে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই কর্মসূচি দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.