× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দায়িত্বরত শিক্ষার্থীদের পাশে এম এইচ গ্লোবাল গ্রুপ

রাসেল, ঢাকা প্রতিনিধি

০৮ আগস্ট ২০২৪, ১৮:১৯ পিএম

ছবিঃ রাসেল

চলমান পরিস্থিতিতে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে এম এইচ গ্লোবাল গ্রুপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পরে বর্তমান চলমান পরিস্থিতিতে রাস্তায় ট্রাফিক পুলিশের অবর্তমানে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত বিভিন্ন ইউনিভার্সিটি স্কুল/ কলেজের ছাত্রছাত্রীরা।


প্রখর রৌদ্রের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা দেশকে এগিয়ে নিতে যে উদ্যোগ গ্রহণ করেছে ছাত্র-ছাত্রীদের উদ্যেককে স্বাগত জানিয়ে সামান্যতম প্রশান্তির জন্য তাদের পাঁশে এসে দাঁড়িয়েছে এমএইচ গ্লোবাল গ্রুপ। রাস্তায় কর্তব্যরত শিক্ষার্থীদের মাঝে রৌদ্র  থেকে বাঁচার জন্য মাথার ক্যেপ, খাবার পানি সহ অন্যান্য সামগ্রী বিতরণ করতে দেখা যায়।


ঢাকা শহরের বিভিন্ন স্থানে এম এইচ  গ্লোবাল গ্রুপের পক্ষ থেকে জানানো হয় যেহেতু আমরা ছাত্র, ছাত্রীদেরকে নিয়ে কাজ করি ছাত্র,ছাত্রীরা বর্তমান পরিস্থিতিতে যে কষ্ট করছে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করছি।


এম এইচ  গ্লোবাল গ্রুপের মাধ্যমে মূলত যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী তাদেরকে নিয়ে সম্পূর্ণ ফ্রিতে কাজ করা হয় এম এইচ গ্লোবাল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান  AHZ Associates, MIE pathways, MIE English Academy. এই তিনটির মাধ্যমে ইউকে, আমেরিকা,অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাড সহ পৃথিবীর বিভিন্ন দেশের স্বনামধন্য ইউনিভার্সিটি গুলোতে এই কোম্পানির মাধ্যমে পড়াশোনার জন্য গেরান্টিসহ  এডমিশন করে থাকে।


এম এইচ  গ্লোবাল গ্রুপের অধীনে যাদের দীর্ঘ দিনের ষ্টাডিগ্যেপ যাদের একাডেমিং দূর্বতা রয়েছে এবং বার বার  ILETS  কোর্স করে য়ারা খারাপ রেজাল্ট করে অথবা  কম স্কোর পায় তাদের জন্য এই কম্পানির  রয়েছে ফাউন্ডেশন কোর্স। যে কোর্সের মাধ্যমে বিদেশে উচ্চ শিক্ষার জন্য খুব সহজেই  ভর্তীর সুযোগ রয়েছ।


এচাড়ও এম এইচ গ্লোবাল গ্রুপের  একটি ফাউন্ডেশন রয়েছে যা আত্ব মানবতার সেবায় নিয়োজিত হয়ে প্রতিনিয়ত অসহায় দুস্থ এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে থাকে। বর্তমান পরিস্থিতিতে কোম্পানির উদ্যোগে এবং ফাউন্ডেশন এর সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য তারা বদ্ধপরিকর ঢাকা শহরে বিভিন্ন স্থানে যেমন ধানমন্ডি বাড্ডা উত্তরা লালমাটিয়া সহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করা ছাত্র-ছাত্রীদের মাঝে আজকে খাবার পানি, বিস্কুট, গ্লাবস এবং মাথায় রুদ্র থেকে বাঁচানোর জন্য ক্যাপ বিতরণ করা হয়, যে কয়দিন ছাত্র,ছাত্রীরা এ দায়িত্ব পালন করবে এম এইচ গ্লোবাল গ্রুপের পক্ষ থেকে প্রতিদিনই তাদেরকে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানান কম্পানির পক্ষ থেকে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.