ব্যাংকে নগদ টাকার সংকট ও নিরাপত্তাজনিত কারণে আজ ব্যাংক থেকে এক লাখ টাকার বেশি তোলা যাবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার (৭ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এক জরুরি বার্তায় এমন নির্দেশনা দিয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যাংকগুলো থেকে টাকা স্থানান্তরে নিরাপত্তার ব্যাপক অভাব রয়েছে। যেসব প্রতিষ্ঠানগুলো সাধারণত এই অর্থ স্থান্তরের কাজগুলো করে থাকেন তারাও এখন নিরাপত্তার অভাবে বিরত আছেন। এরফলেই ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট দেখা দেয়। এ কারণেই বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা। কিন্তু অনলাইনে যে কোন অঙ্কের লেনদেন করা যাবে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বলেন জানতে চাইলে মুখপাত্র বলেন, "বর্তমানে দেশে কোনো সরকার নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক নয়। এই বিষয়টিকে মাথায় রেখেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আজ নতুন সরকার শপথ নিলে এবং আইনশৃঙ্খলা বাহিনী কাজে যোগ দিলে আশা করা যায়, আগামী রোববারের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। তখন হয়তো এই সমস্যা থাকবে না।"