দেশব্যাপী চলমান সংঘাতের মাঝেই হাতিরঝিল থেকে উদ্ধার করা হয়েছে একাধিক লাশ।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে সারাদিনে ৪টি লাশের সন্ধান পাওয়া গেছে বলে জানায় এলাকাবাসী। উদ্ধারকৃত লাশের একটি দুপুর আড়াইটায় মধুবাগ ব্রীজের নিচে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের সাথে এনআইডি ও সোনালি ব্যাংকের কার্ডসহ ৪০০ টাকা ছিল। পরিচয়পত্র দেখে জানা যায় লোকটির নাম বাপ্পি আহমেদ। তার পরিবারের সাথে যোগাযোগ করা হলে মিরপুর ১১ থেকে এসে লাশটি সনাক্ত করে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পানিতে একটি লাশ ভেসে থাকতে দেখেন তারা। দূর থেকে লাশটি বোঝা যাচ্ছিল না। স্থায়ীয় ১০/১২ জন মিলে লাশটি উদ্ধার করলে গলায় দাগসহ হাত বাধা অবস্থায় পাওয়া যায়। নিহত ব্যক্তি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া হাতিরঝিলে সকাল থেকে আরও ৩টা লাশ পাওয়া যায়। তাদের শরীরে গুলির ক্ষত ও কাটা দাগ ছিল। স্থানীয়রা লাশ দুটি যাত্রাবাড়ী ও ঢাকা মেডিকেলে রেখে আসে ৷ একটি লাশ সেনাবাহিনী নিয়ে যায়।