সারাদেশে নির্বিচারে পুলিশ হত্যা ও থানায় দুষ্কৃতিকারিদের হামলার প্রতিবাদে "নয় দফা" দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।
মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে দেশবাসীর উদ্দেশ্যে এসব দাবির কথা তুলে ধরেন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন। বিবৃতিতে বলা হয়, "পুলিশ জনগণের সেবক। কোটাসংস্কার আন্দোলনে রাজনৈতিক নেতাদের স্বার্থ রক্ষায় মানুষকে সরাসরি গুলি করতে বাধ্য হয়েছে। পুলিশ বাহিনী শিক্ষার্থীদের সাথে যে অন্যায় করেছে তার জন্য ক্ষমা প্রার্থী।" তবে দুষ্কৃতিকারিরা শত শত পুলিশ হত্যা করছে দাবি করে প্রতিটি পুলিশ সদস্যের জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতি ঘোষণা করেছে সংস্থাটি।
তাদের নয় দফা দাবির মধ্যে রয়েছে সকল পুলিশ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। নিহত পরিবারের ক্ষতিপূরণসহ সেই পরিবারের ন্যূনতম একজন সদস্যকে সমপদে নিয়োগ নিশ্চিত করা। আহত সকল পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করা ও ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা।
এছাড়াও আট ঘন্টার বেশি ডিউটি পালনে বাধ্য না করা,সকল সরকারি ছুটি ভোগের সুযোগ প্রদান, পুলিশকে রাজনীতিমুক্ত রেখে নিরপেক্ষতার সাথে কাজ করার সুযোগ নিশ্চিত করা,সকল মেট্রোপলিটন পুলিশ অফিস, পুলিশ লাইন্স, পুলিশ হাসপাতাল, থানা, পুলিশ ফাঁড়ি, ক্যাম্পের নিরাপত্তা বেষ্টনী জোরদার করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা, যথাসময়ে পদোন্নতিসহ বাংলাদেশ পুলিশ বাহিনীর মর্যাদা রক্ষায় পুলিশ সংস্কার আইন প্রণয়নের দাবি জানানো হয়।
বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত সকল সৈনিকদের অভিবাদন জানানো হয়। তাছাড়া দেশের এই পরিস্থিতিতে সকলকে সহানুভূতিশীল হওয়ার আহবান জানানো হয়।