× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিভিন্ন দাবি নিয়ে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তারা

ডেস্ক রিপোর্ট

০৬ আগস্ট ২০২৪, ১৪:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত

এস আলম গ্রুপের নিয়োগকৃত এক্সিকিউটিভদের পদত্যাগ, প্রমোশন বঞ্চিতদের সঙ্গে ন্যায়বিচার, পরীক্ষা ছাড়া নিয়োগকৃতদের নিয়োগ বাতিলসহ বিভিন্ন দাবি নিয়ে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন ব্যাংকটির সি‌বিএ নেতারা।

এ সময় তাঁরা তারা জানান, ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর পদায়ন পাওয়া এক্সিকিউটিভদের (নির্বাহী কর্মকর্তারা) ঢুকতে দেওয়া হবে না। এসব নির্বাহী কর্মকর্তারা শেখ হা‌সিনার পৃষ্ঠপোষকতায় এস আল‌ম গ্রু‌পের নি‌র্দেশে নি‌য়োগপ্রাপ্ত।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের হেড অফিসের সামনে জড়ো হয়ে এসব দা‌বি ক‌রেন। 

ইসলামী ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান বলেন, দখল হওয়া ইসলামী ব্যাংক খুব দ্রুত সময় ফিরে আসবে। ২০১৭ সালের পরে যত এক্সিকিউটিভ এসেছে আর এই ব্যাংকে ঢুকতে পারবে না। এটা এমডি সমর্থন ক‌রে‌ছেন। ২০১৭ সালের পর থেকে সব অবৈধ ও পরীক্ষাবিহীন নিয়োগ বাতিল করা হবে। একইসঙ্গে যাদের অবৈধভাবে চাকরি বাতিল করা হয়েছে তাদের চাকরি পুনরায়  দেওয়া হবে। যারা গত সাত বছরে প্রমোশন থেকে বঞ্চিত হয়েছেন তাদের যথাযথ প্রমোশন ফিরিয়ে দিতে হবে।

ইসলামী ব্যাংকের অপারেশন ইউংয়ের হেড এসএভিপি ড.কামাল উদ্দিন জসিম বলেন, আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ছাত্রদের মাধ্যমে। প্রজ্ঞার সঙ্গে আমরা এই অর্জন তুলে নেব। এমডির সঙ্গে কথা হয়েছে। ২০১৭ সালের পর থেকে সব অবৈধ নিয়োগ বাতিলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ইসলামী ব্যাংক বিশ্বের কাছে খুবই স্মরণীয়। আমাদের মর্যাদা পুনরায় ফিরে পেতে তা আমরা করব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.