গতকাল ছাত্র-জনতার চাপের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর সাবেক ডিবিপ্রধান হারুনঅর রশিদ হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেন। তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান।
সোমবার (৫ আগস্ট) দুপুরে পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি করপোরেশনের সীমানা দেয়াল টপকে চলে যান হারুন।
একটি সূত্র জানা গেছে , সোমবার হারুন সারাদিন পুলিশ প্রধানের সঙ্গে ছিলেন। হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। পরে দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন এবং সফল হন তিনি পুলিশ সদর দফতরের পূর্ব পাশে থাকা সিটি করপোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান। পরে তিনি সাধারণ পোশাকে জনসাধারণের বেশে সেখান থেকে বেরিয়ে যান।
একাধিক সূত্র জানিয়েছে, হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন হারুন, কিন্তু তিনি ব্যর্থ হন। এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন। তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি। তবে সর্বশেষ সত্য এখনও কে নিশ্চিত ভাবে বলতে পারেনি।